কবিতাসমূহ
(১)
আম্পানের ভয়
আম্পানের যত ভয়,
করবো আমরা জয়।
আম্পান যাবে চলে,
আলো আসবে বলে।
আমরা সচেতন হলে,
আম্পান ভাসবে জলে।
চলো আমরা সবাই,
জীবন যুদ্ধে যাই।
আম্পানের ছোট ক্ষয়
মানুষের কি মনে রয়??
মধুবাগ, ঢাকা ২০.৫.২০
(২)
করোনা ও আম্পান
করোনাযুদ্ধ শেষ না হতে
আম্পান আসছে তেরে,
বাংলার মানুষগুলোকে বুঝি
চলে যাবে মেরে??
কি করিব, কি করিব
ভেবে নাহি পাই,
চলুন আমরা সবাই মিলে
আবার যুদ্ধে যাই।
‘মরা নয় বাঁচা’ এযুদ্ধের
একটাই লক্ষ্য হবে,
মানুষ মরে গেলেও
অপরাজিত তাঁরা রবে।
মধুবাগ, ঢাকা ১৯.৫.২০
(৩)
বাড়ি ফেরা
করোনার ঝুঁকি নিয়ে
কিসের বাড়ি ফেরা?
উত্তর,দক্ষিণ, পূর্ব, পশ্চিম
করোনা দিয়ে ঘেরা।
এবার না হয় ঢাকাতে
ঈদ আমরা করি,
শারীরিক দূরত্ব বজায় রেখে
ঈদের নামাজ পড়ি।
একটুখানি সচেতন
আমরা যদি হই,
এ বিশ্বে আমরা
জীবন নিয়ে রই।
বেঁচে যদি যাই এবার
আমরা মানব জাতি,
সামনের ঈদে আমরা
আনন্দে রব মাতি।
মধুবাগ, ঢাকা ১৯.৫.২০
(৪)
আম্পান
ঘূর্ণিঝড় আম্পান
আসছে তেরে ভাই,
চলো সবাই একযোগে
সাইক্লোন সেন্টারে যাই।
ঘূর্ণিঝড় মোকাবেলায়
হলে সাবধান,
আমাদের এ সমস্যার
হবে সমাধান।
মধুবাগ, ঢাকা ১৯.৫.২০
(৫) ঈদের বাজার
করোনার কথা ভেবে
ঈদ বাজারে না যাই,
করোনা চলে গেলে
পরম শান্তি পাই।
এবারের ঈদটা না হয়
জামা ছাড়া করি,
প্রশান্তি আনয়নে
নিয়মিত কোরান পড়ি।
করোনার এ ক্রান্তিকালে
আসলে ঘরের বাহিরে,
করোনায় জীবন যাবে
বিকল্পটি যে নাইরে।
মধুবাগ, ঢাকা ২০.৫.২০
আম্পানের ভয়
আম্পানের যত ভয়,
করবো আমরা জয়।
আম্পান যাবে চলে,
আলো আসবে বলে।
আমরা সচেতন হলে,
আম্পান ভাসবে জলে।
চলো আমরা সবাই,
জীবন যুদ্ধে যাই।
আম্পানের ছোট ক্ষয়
মানুষের কি মনে রয়??
মধুবাগ, ঢাকা ২০.৫.২০
(২)
করোনা ও আম্পান
করোনাযুদ্ধ শেষ না হতে
আম্পান আসছে তেরে,
বাংলার মানুষগুলোকে বুঝি
চলে যাবে মেরে??
কি করিব, কি করিব
ভেবে নাহি পাই,
চলুন আমরা সবাই মিলে
আবার যুদ্ধে যাই।
‘মরা নয় বাঁচা’ এযুদ্ধের
একটাই লক্ষ্য হবে,
মানুষ মরে গেলেও
অপরাজিত তাঁরা রবে।
মধুবাগ, ঢাকা ১৯.৫.২০
(৩)
বাড়ি ফেরা
করোনার ঝুঁকি নিয়ে
কিসের বাড়ি ফেরা?
উত্তর,দক্ষিণ, পূর্ব, পশ্চিম
করোনা দিয়ে ঘেরা।
এবার না হয় ঢাকাতে
ঈদ আমরা করি,
শারীরিক দূরত্ব বজায় রেখে
ঈদের নামাজ পড়ি।
একটুখানি সচেতন
আমরা যদি হই,
এ বিশ্বে আমরা
জীবন নিয়ে রই।
বেঁচে যদি যাই এবার
আমরা মানব জাতি,
সামনের ঈদে আমরা
আনন্দে রব মাতি।
মধুবাগ, ঢাকা ১৯.৫.২০
(৪)
আম্পান
ঘূর্ণিঝড় আম্পান
আসছে তেরে ভাই,
চলো সবাই একযোগে
সাইক্লোন সেন্টারে যাই।
ঘূর্ণিঝড় মোকাবেলায়
হলে সাবধান,
আমাদের এ সমস্যার
হবে সমাধান।
মধুবাগ, ঢাকা ১৯.৫.২০
(৫) ঈদের বাজার
করোনার কথা ভেবে
ঈদ বাজারে না যাই,
করোনা চলে গেলে
পরম শান্তি পাই।
এবারের ঈদটা না হয়
জামা ছাড়া করি,
প্রশান্তি আনয়নে
নিয়মিত কোরান পড়ি।
করোনার এ ক্রান্তিকালে
আসলে ঘরের বাহিরে,
করোনায় জীবন যাবে
বিকল্পটি যে নাইরে।
মধুবাগ, ঢাকা ২০.৫.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ্রীমান দে ২১/০৫/২০২০Opurbo apnar lekhoni... valo thakben
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৫/২০২০সমসাময়িক।
-
ইসমাইল জসীম ২০/০৫/২০২০আপনার লেখায় সমসাময়িকতা বেশ সুন্দরভাবে তোলে ধরেছেন । আপনাকে ধন্যবাদ।
-
ফয়জুল মহী ২০/০৫/২০২০Awesome
-
আফজাল সুয়েব ২০/০৫/২০২০সুন্দর