সুদিন
বহিছে সু-বাতাস
আসবে আবার সুদিন,
পৃথিবী হবে কালিমামুক্ত
কেটে যাবে দুর্দিন।
উঠবে নতুন সূর্য্য
পাখি উঠবে ডাকি,
পৃথিবী পরিপূর্ণ হবে
রবে না কিছু বাকী।
আকাশে মেঘের কান্না
দেখবো না আর,
সুনির্মল এ ভুবনে
শান্তি বার বার।
০৯.০৫.২০, ঢাকা
আসবে আবার সুদিন,
পৃথিবী হবে কালিমামুক্ত
কেটে যাবে দুর্দিন।
উঠবে নতুন সূর্য্য
পাখি উঠবে ডাকি,
পৃথিবী পরিপূর্ণ হবে
রবে না কিছু বাকী।
আকাশে মেঘের কান্না
দেখবো না আর,
সুনির্মল এ ভুবনে
শান্তি বার বার।
০৯.০৫.২০, ঢাকা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১০/০৫/২০২০সত্যিই সুদিন আসবে।
-
ফয়জুল মহী ০৯/০৫/২০২০অতুলনীয়