পৃথিবীর নতুন সাজ
(করোনার ক্রান্তিকালে আশা জাগানিয়া কবিতা)
ছাত্ররা সব স্কুলে যাবে
সঙ্গে নিবে বই,
কুটুম আসবে বাড়িতে
খেতে দিবো দই।
গাড়ীগুলো সব রাজপথে
চলবে সারি সারি,
লোকেরা সব বাজার করে
নিয়ে যাবে বাড়ি।
গাছে গাছে ফুটবে
নানা রকম ফুল,
শ্রমিকদের অফিসে যেতে
হবে না কোন ভুল।
কৃষককুল মাঠে মাঠে
কাটবে পাকা ধান,
গায়কেরা গেয়ে যাবে
নানা রকম গান।
আদালত খুলে যাবে
উকিলর দিবে যুক্তি,
উপাসনালয় খুলে যাবে
করবে মানুষ ভক্তি।
কবির কাছে থেকে যাবে
কলম আর খাতা,
অবসরপ্রাপ্তরা পেয়ে যাবে
অবসরকালীন ভাতা।
লেখকরা লিখে যাবে
নানা রকম গদ্য,
বিলের পানিতে শোভা পাবে
নানা রকম পদ্ম।
খুলে যাকে কারখানা,
খুলে যাবে মিল,
বিদেশী বায়াররা
দিয়ে যাবে বিল।
করোনা কেটে যাবে,
আলো আসবে দেশে,
পৃথিবী মুক্ত হবে,
সাজবে নতুন বেশে।
০৫.০৫.২০
ছাত্ররা সব স্কুলে যাবে
সঙ্গে নিবে বই,
কুটুম আসবে বাড়িতে
খেতে দিবো দই।
গাড়ীগুলো সব রাজপথে
চলবে সারি সারি,
লোকেরা সব বাজার করে
নিয়ে যাবে বাড়ি।
গাছে গাছে ফুটবে
নানা রকম ফুল,
শ্রমিকদের অফিসে যেতে
হবে না কোন ভুল।
কৃষককুল মাঠে মাঠে
কাটবে পাকা ধান,
গায়কেরা গেয়ে যাবে
নানা রকম গান।
আদালত খুলে যাবে
উকিলর দিবে যুক্তি,
উপাসনালয় খুলে যাবে
করবে মানুষ ভক্তি।
কবির কাছে থেকে যাবে
কলম আর খাতা,
অবসরপ্রাপ্তরা পেয়ে যাবে
অবসরকালীন ভাতা।
লেখকরা লিখে যাবে
নানা রকম গদ্য,
বিলের পানিতে শোভা পাবে
নানা রকম পদ্ম।
খুলে যাকে কারখানা,
খুলে যাবে মিল,
বিদেশী বায়াররা
দিয়ে যাবে বিল।
করোনা কেটে যাবে,
আলো আসবে দেশে,
পৃথিবী মুক্ত হবে,
সাজবে নতুন বেশে।
০৫.০৫.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৫/২০২০বেশ ভাবনা।
-
ডঃ নাসিদুল ইসলাম ০৬/০৫/২০২০ভালো
-
পি পি আলী আকবর ০৬/০৫/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ০৫/০৫/২০২০অপরূপ ভাবনা ।