অজানা-জানা
কি যেন এক অজানা শঙ্কায় আছি,
কি হবে, কি হবে না?
বাসায় একত্রে আছি তবু যেন এক মহা শঙ্কা,
এক অদৃশ্য শত্রু হানা দিচ্ছে বারবার,
যেন যুদ্ধ যুদ্ধ ভাব, অথচ শত্রু অদৃশ্য।
তাই আক্রমনের দিক ও প্রতিষেধক অজানা।
এই যুদ্ধ কতদিন চলবে তাও অজানা,
কবে কাজে যেতে পারবো তাও অজানা।
প্রাণে বাঁচবো কি না তাও অজানা।
কিন্তু জয় হবে মানবের, এটাই শুধু জানা।
০৪.০৫.২০
কি হবে, কি হবে না?
বাসায় একত্রে আছি তবু যেন এক মহা শঙ্কা,
এক অদৃশ্য শত্রু হানা দিচ্ছে বারবার,
যেন যুদ্ধ যুদ্ধ ভাব, অথচ শত্রু অদৃশ্য।
তাই আক্রমনের দিক ও প্রতিষেধক অজানা।
এই যুদ্ধ কতদিন চলবে তাও অজানা,
কবে কাজে যেতে পারবো তাও অজানা।
প্রাণে বাঁচবো কি না তাও অজানা।
কিন্তু জয় হবে মানবের, এটাই শুধু জানা।
০৪.০৫.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ০৫/০৫/২০২০খুব খুব সুন্দর বন্ধু
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৫/০৫/২০২০জয় হোক মানবের
সুন্দর লেগেছে -
ফয়জুল মহী ০৪/০৫/২০২০। বেশ , ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/০৫/২০২০মানুষ জয়ী।
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৫/২০২০জয় হোক মানবের।