সমবায় খাতকেও প্রণোদনার আওতায় আনা জরুরী
বর্তমানে সারাবিশ্ব নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রর্দুভাবের ফলে মানব মৃত্যুর পর সবচেয়ে বড় আঘাত হানতে যাচ্ছে অর্থনীতির উপর। অর্থনীতি পুনরুদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রী কৃষি, গার্মেন্টসসহ বিভিন্ন খাতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।
করোনার কারণে বিভিন্ন শিল্প, কারখানা ক্ষতির মুখে পরার পাশাপাশি সমবায়ও বিরাট ক্ষতির সম্মুখীন হবে। সমবায়ের সাথে জড়িত রয়েছে কোটিরও বেশি মানুষ। সমবায়ী প্রতিষ্ঠান ও সদস্যরাও করোনার প্রভাবে দিশেহারা হয়ে পড়েছে। তাই সরকারের পক্ষ থেকে সমবায় খাতের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সরকার যে প্রণোদনা প্যাকেজের ব্যবস্থা করেছে, সমবায় খাতকেও সেই প্যাকেজের আওতায় নিয়ে আসা প্রয়োজন। একই সাথে সমবায় সমিতির আয়ের উপর সরকারের নির্ধারিত ১৫ শতাংশ ট্যাক্স রহিত করাও আবেদন জানাই।
করোনার কারণে বিভিন্ন শিল্প, কারখানা ক্ষতির মুখে পরার পাশাপাশি সমবায়ও বিরাট ক্ষতির সম্মুখীন হবে। সমবায়ের সাথে জড়িত রয়েছে কোটিরও বেশি মানুষ। সমবায়ী প্রতিষ্ঠান ও সদস্যরাও করোনার প্রভাবে দিশেহারা হয়ে পড়েছে। তাই সরকারের পক্ষ থেকে সমবায় খাতের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সরকার যে প্রণোদনা প্যাকেজের ব্যবস্থা করেছে, সমবায় খাতকেও সেই প্যাকেজের আওতায় নিয়ে আসা প্রয়োজন। একই সাথে সমবায় সমিতির আয়ের উপর সরকারের নির্ধারিত ১৫ শতাংশ ট্যাক্স রহিত করাও আবেদন জানাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৫/২০২০This is very important.
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৫/২০২০দেশের ও দশের মঙ্গলের জন্য সরকার কাজ করবে।
-
ফয়জুল মহী ০৩/০৫/২০২০Good post