শুধু নাই নাই
শুধু নাই নাই
(করোনার ক্রান্তিকালে লেখা)
-স্বপন রোজারিও
রোগীর প্রাণ নাই,
মানুষের মন নাই,
লাশের কফিন নাই,
লাশের খাটিয়া নাই,
জানাজায় লোক নাই,
এ্যাম্বুলেন্সে অক্সিজেন নাই,
গরীবের ত্রাণ নাই,
রাস্তায় গাড়ী নাই,
স্কুলে শিক্ষার্থী নাই,
প্রেমিকের প্রেম নাই,
মানীদের মান নাই,
ভালো খবর নাই,
প্রার্থনালয়ে ভক্ত নাই,
দোকান-পাঠ খোলা নাই,
টাকা নাই, পয়সা নাই,
সভা-সেমিনার নাই,
অনেকের কাজ নাই,
শ্রমিকদের চাকরী নাই,
অন্ধকারের আলো নাই,
গাছে-গছে ফুল নাই,
আকাশে পাখি নাই,
করোনার ওষুধ নাই,
কবে দেখবো করোনা নাই???
০৩.০৫.২০
(করোনার ক্রান্তিকালে লেখা)
-স্বপন রোজারিও
রোগীর প্রাণ নাই,
মানুষের মন নাই,
লাশের কফিন নাই,
লাশের খাটিয়া নাই,
জানাজায় লোক নাই,
এ্যাম্বুলেন্সে অক্সিজেন নাই,
গরীবের ত্রাণ নাই,
রাস্তায় গাড়ী নাই,
স্কুলে শিক্ষার্থী নাই,
প্রেমিকের প্রেম নাই,
মানীদের মান নাই,
ভালো খবর নাই,
প্রার্থনালয়ে ভক্ত নাই,
দোকান-পাঠ খোলা নাই,
টাকা নাই, পয়সা নাই,
সভা-সেমিনার নাই,
অনেকের কাজ নাই,
শ্রমিকদের চাকরী নাই,
অন্ধকারের আলো নাই,
গাছে-গছে ফুল নাই,
আকাশে পাখি নাই,
করোনার ওষুধ নাই,
কবে দেখবো করোনা নাই???
০৩.০৫.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৮/২০২০সত্যই অসাধারণ
-
বেগম সেলিনা খাতুন ০৫/০৫/২০২০অসাধারণ কবে দেখবো করোনা নাই। অনবদ্য রচনা। ভালো থাকবেন সব সময়।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৪/০৫/২০২০কারো কিছুই নাই।
অসম্ভব সুন্দর প্রকাশ -
গাজী তারেক আজিজ ০৩/০৫/২০২০বেশ হয়েছে
-
ফয়জুল মহী ০৩/০৫/২০২০দুর্দান্ত প্রকাশ।