খোরশেদ ভাই
(করোনাযোদ্ধা খোরশেদ ভাই-এ উদ্দেশ্যে)
করোনাযোদ্ধা, করোনাবীর
নারায়ণগঞ্জের খোরশেদ ভাই,
করোনা দুর্গতের সহায় তুমি
তোমার তুলনা নাই।
পাষাণের এই দুনিয়ায়
তুমি সৃষ্টিকর্তার দান,
সৃষ্টিকর্তারই প্রতিচ্ছবি তুমি
তুমি দেশের সম্মান।
লহো মোদের অন্তরের
সালাম আছে যত,
আমরা যেন হতে পারি
তোমারই মত।
৩০.৪.২০
করোনাযোদ্ধা, করোনাবীর
নারায়ণগঞ্জের খোরশেদ ভাই,
করোনা দুর্গতের সহায় তুমি
তোমার তুলনা নাই।
পাষাণের এই দুনিয়ায়
তুমি সৃষ্টিকর্তার দান,
সৃষ্টিকর্তারই প্রতিচ্ছবি তুমি
তুমি দেশের সম্মান।
লহো মোদের অন্তরের
সালাম আছে যত,
আমরা যেন হতে পারি
তোমারই মত।
৩০.৪.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ৩০/০৪/২০২০দারুন ছন্দে মাতিয়ে দিলেন
-
ফয়জুল মহী ৩০/০৪/২০২০। মানুষ মানুষের জন্য। জয় হবেই মানবতার l
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৪/২০২০শ্রদ্ধা রইলো।