শ্রমিক ছাঁটাই
করোনার এই ক্রান্তিকালে
শ্রমিক ছাঁটাই-এর ঘটনা,
জানিনা কিভাবে ভাই
করব তার বর্ণনা?
যে শ্রমিক কষ্ট করে
সচল রেখেছে কারখানা,
তাঁদের আত্মত্যাগের কথা
সব মানুষের জানা।
এই ধরণের অবিবেচনা
মালিক পক্ষের হলে,
শত শ্রমিকের দু’নয়ন
ভাসবে কষ্টের জলে।
মালিক ভাইদের সুবিবেচনা
আর ভলোবাসা,
শ্রমিক ভাইদের জীবনে
জাগাবে নতুন আশা।
২৭.৪.২০
শ্রমিক ছাঁটাই-এর ঘটনা,
জানিনা কিভাবে ভাই
করব তার বর্ণনা?
যে শ্রমিক কষ্ট করে
সচল রেখেছে কারখানা,
তাঁদের আত্মত্যাগের কথা
সব মানুষের জানা।
এই ধরণের অবিবেচনা
মালিক পক্ষের হলে,
শত শ্রমিকের দু’নয়ন
ভাসবে কষ্টের জলে।
মালিক ভাইদের সুবিবেচনা
আর ভলোবাসা,
শ্রমিক ভাইদের জীবনে
জাগাবে নতুন আশা।
২৭.৪.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ২৮/০৪/২০২০I love this type of poetry, create dear friend, it is owasome
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/০৪/২০২০কঠিন সময়।
-
ফয়জুল মহী ২৭/০৪/২০২০অসাধারণ লেখা। খুবই ভালো লাগলো।