সুরক্ষা
আমরা যদি স্বাস্থ্যকর্মীদের
দিতে পারি সুরক্ষা,
তবেই আমরা করোনা থেকে
পেয়ে যাব রক্ষা?
স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে
করি যদি অবহেলা,
কঠিন মূল্য দিতে হবে
দু:খে কাটবে বেলা।
২১.৪.২০
দিতে পারি সুরক্ষা,
তবেই আমরা করোনা থেকে
পেয়ে যাব রক্ষা?
স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে
করি যদি অবহেলা,
কঠিন মূল্য দিতে হবে
দু:খে কাটবে বেলা।
২১.৪.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ২২/০৪/২০২০খুব ভালো
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৪/২০২০সবাইকে সাবধানে কাজ করতে হবে।
-
ফয়জুল মহী ২১/০৪/২০২০Best wishes
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৪/২০২০স্বাস্থ্যকরমীদের জন্য লেখা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৪/২০২০স্বাস্থ্যকরমীদের জন্য লেখা।