স্বর্গসম পৃথিবী গড়বো
স্বর্গসম পৃথিবী গড়বো
-স্বপন রোজারিও
এতো কিছু চলে যাচ্ছে
করোনা কেন নয়?
একটুখানি ধৈয্য ধর
আমাদের হবে জয়।
জয়ের মালা গলায় দেবো,
হবো না কখন নত,
পৃথিবীকে নতুন করে
গড়বো স্বর্গের মত।
১৯.৪.২০
-স্বপন রোজারিও
এতো কিছু চলে যাচ্ছে
করোনা কেন নয়?
একটুখানি ধৈয্য ধর
আমাদের হবে জয়।
জয়ের মালা গলায় দেবো,
হবো না কখন নত,
পৃথিবীকে নতুন করে
গড়বো স্বর্গের মত।
১৯.৪.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২০/০৪/২০২০ধন্যবাদ!
-
সীমন্ত মৈত্র ১৯/০৪/২০২০আমরা করব জয় নিশ্চয়।
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৪/২০২০সবাই তা-ই চায়।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৯/০৪/২০২০মনোমুগ্ধকর
-
ফয়জুল মহী ১৯/০৪/২০২০।মনোরম ও মনোহর লেখনী ।
-
শরিফুল ইসলাম (1990) ১৯/০৪/২০২০সুন্দর