অন্যরকম ইস্টার
আজ একটি অন্যরকম ইস্টার সানডে,
সভ্যতার নিকৃষ্টতম ইস্টার, যা কাম্য নয়।
গৃহবন্দি আমরা সবাই, ইস্টারও আমাদের সাথে ঘরবন্দি।
যীশুখ্রীষ্ট মৃত্যুকে জয় করেছেন, এই আনন্দে কোন আনন্দ নেই,
অনুভ‚তিগুলো কেমন যেন ভোঁতা হয়ে গেছে।
অনলাইনের সুন্দর খ্রীষ্টযাগ মাঝে মাঝে থমকে গেছে।
কোন কোলাহল নেই,
আত্মীয়র বাড়ী যাওয়া, দোয়া নেয়া, দই-চিরা খাওয়া যেন শুধুই স্মৃতি,
কিন্তু এ ধরনের ইস্টারতো আমরা চাইনি,
আমরাতো চেয়েছি একটি উন্মুক্ত ইস্টার,
তাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা-
এ ধরণের ইস্টার যেন আর না আসে ধরায়।
১২.৪.২০
সভ্যতার নিকৃষ্টতম ইস্টার, যা কাম্য নয়।
গৃহবন্দি আমরা সবাই, ইস্টারও আমাদের সাথে ঘরবন্দি।
যীশুখ্রীষ্ট মৃত্যুকে জয় করেছেন, এই আনন্দে কোন আনন্দ নেই,
অনুভ‚তিগুলো কেমন যেন ভোঁতা হয়ে গেছে।
অনলাইনের সুন্দর খ্রীষ্টযাগ মাঝে মাঝে থমকে গেছে।
কোন কোলাহল নেই,
আত্মীয়র বাড়ী যাওয়া, দোয়া নেয়া, দই-চিরা খাওয়া যেন শুধুই স্মৃতি,
কিন্তু এ ধরনের ইস্টারতো আমরা চাইনি,
আমরাতো চেয়েছি একটি উন্মুক্ত ইস্টার,
তাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা-
এ ধরণের ইস্টার যেন আর না আসে ধরায়।
১২.৪.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজী তারেক আজিজ ১২/০৪/২০২০ভালো লেখনি
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১২/০৪/২০২০দারুন লিখেছেন কবি ।
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৪/২০২০সত্যিই বেদনাদায়ক।
-
ফয়জুল মহী ১২/০৪/২০২০অনন্য। শুভেচ্ছা ।।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০৪/২০২০এ ধরনের ইস্টার দেখিনি কখনো।