হোক জাগ্রত মানবতা
করোনা ঘাতের কয়েক মাসের যুগে,
মানবতা আজ বিপন্নতায় ভোগে।
এতই কি কঠিন এ সময়,
গ্রামবাসী লাশ দেখে পালায়?
তবে কি এই লাশ আর,
পাবে না দাফনের অধিকার?
না পেয়ে খাটিয়া চোখের জলে,
লাশ কাঁদে নিয়ে আপনজন চলে?
তবে একটি কথা সত্য বলি ভাই,
লাশ থেকে করোনা বিস্তার নাই।
রাম-রহিম-জনের বাংলাদেশে,
মানবতা থাক সর্বত্র মিশে।
১১.৪.২০
মানবতা আজ বিপন্নতায় ভোগে।
এতই কি কঠিন এ সময়,
গ্রামবাসী লাশ দেখে পালায়?
তবে কি এই লাশ আর,
পাবে না দাফনের অধিকার?
না পেয়ে খাটিয়া চোখের জলে,
লাশ কাঁদে নিয়ে আপনজন চলে?
তবে একটি কথা সত্য বলি ভাই,
লাশ থেকে করোনা বিস্তার নাই।
রাম-রহিম-জনের বাংলাদেশে,
মানবতা থাক সর্বত্র মিশে।
১১.৪.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস এম ময়নুল ইসলাম ১৩/০৪/২০২০
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১২/০৪/২০২০অসাধারন
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১২/০৪/২০২০খুব ভালো লেখা কবি ।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১২/০৪/২০২০মানবতা থাক সর্বত্র মিশে।
অসাধারণ -
ফয়জুল মহী ১১/০৪/২০২০ভালো লাগলো।
-
অধীতি ১১/০৪/২০২০ভালো লিখেছেন।লাশ থেকে করোনা বিস্তার নেই এটিতে সন্দেহ লাগলো।
অসাধারন