কবিতা ও ছড়া
ঘরে থাকা
তালিকা করে ঘরে থাকাদের ত্রাণ দিতে হবে,
এভাবেই করোনা ঝুঁকি শূন্যের কোঠায় রবে।
ত্রাণ কাজের ফটোসেশনের টানতে হবে ইতি,
মানবতাকে বাঁচানোর তরে মানতে হবে রীতি।
আছে যত জরুরী কাজ করতে হবে পরে,
করোনার প্রতিরোধে থাকতে হবে ঘরে।
জীবন যদি থাকে বেঁচে, সময় পাবে প্রচুর,
মনে প্রাণে খেটে তখন যাবে অনেক দূর।
(২)
করোনার ছড়া
এক, দুই, তিন
করোনার এখন দিন।
চার, পাঁচ, ছয়
করোনা এখন ভয়।
সাত, আট, নয়
ভয়ের হবে জয়।
দশ, এগার, বার,
করোনা তুমি মর।
৯.৪.২০
তালিকা করে ঘরে থাকাদের ত্রাণ দিতে হবে,
এভাবেই করোনা ঝুঁকি শূন্যের কোঠায় রবে।
ত্রাণ কাজের ফটোসেশনের টানতে হবে ইতি,
মানবতাকে বাঁচানোর তরে মানতে হবে রীতি।
আছে যত জরুরী কাজ করতে হবে পরে,
করোনার প্রতিরোধে থাকতে হবে ঘরে।
জীবন যদি থাকে বেঁচে, সময় পাবে প্রচুর,
মনে প্রাণে খেটে তখন যাবে অনেক দূর।
(২)
করোনার ছড়া
এক, দুই, তিন
করোনার এখন দিন।
চার, পাঁচ, ছয়
করোনা এখন ভয়।
সাত, আট, নয়
ভয়ের হবে জয়।
দশ, এগার, বার,
করোনা তুমি মর।
৯.৪.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজী তারেক আজিজ ১০/০৪/২০২০কবিতা ভালো লাগলো
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৪/২০২০করোনাও একদিন নিশ্চিহ্ন হবে।
-
ইসলাম শফিকুল ১০/০৪/২০২০বাহ্, অসাধারণ।
-
সভ্যচাষী সপ্তম ১০/০৪/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ০৯/০৪/২০২০Excellent