কবিতাবলী
১
সহস্র সালাম
(করোনায় আক্রান্ত রোগীদের সেবার্থে নিবেদিতদের উদ্দেশ্যে)
নিজেদের উজার করে
দিচ্ছো করোনা রোগীর সেবা,
তোমাদের মত জনদরদী
আছে বিশ্বে কে'বা?
ভুলে সমাজ-সংসার
দিয়ে সুখ বিসর্জন,
রোগীর মঙ্গল করে
সাফল্য করেছো আনয়ন।
চিকিৎসা সেবা নহে পেশা শুধু
ইহা যে মহান ব্রত,
সেবিলে ধনী-দরিদ্র রোগী
বাড়ে পেশার সম্মান তত।
চারিদিকে ছড়িয়ে পড়ুক
চিকিৎসা পেশার নাম,
হে অকুতোভয় বীর
লহো মোদের সহস্র সালাম।
৭.৪.২০
২
আইসোলেশন
করোনার উপসর্গে
আলাদা থাকলে ভাই,
আইসোলেশন তাকে বলে
আমরা জানি তাই।
৮.৪.২০
সহস্র সালাম
(করোনায় আক্রান্ত রোগীদের সেবার্থে নিবেদিতদের উদ্দেশ্যে)
নিজেদের উজার করে
দিচ্ছো করোনা রোগীর সেবা,
তোমাদের মত জনদরদী
আছে বিশ্বে কে'বা?
ভুলে সমাজ-সংসার
দিয়ে সুখ বিসর্জন,
রোগীর মঙ্গল করে
সাফল্য করেছো আনয়ন।
চিকিৎসা সেবা নহে পেশা শুধু
ইহা যে মহান ব্রত,
সেবিলে ধনী-দরিদ্র রোগী
বাড়ে পেশার সম্মান তত।
চারিদিকে ছড়িয়ে পড়ুক
চিকিৎসা পেশার নাম,
হে অকুতোভয় বীর
লহো মোদের সহস্র সালাম।
৭.৪.২০
২
আইসোলেশন
করোনার উপসর্গে
আলাদা থাকলে ভাই,
আইসোলেশন তাকে বলে
আমরা জানি তাই।
৮.৪.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ০৯/০৪/২০২০ভালোই
-
জুনায়েদ বি রাহমান ০৮/০৪/২০২০ভালোলাগা রইলো।
-
গাজী তারেক আজিজ ০৮/০৪/২০২০মানবতাবাদী কবিতা