কতকাল
ধ্বংসের কুসভ্যতা, করোনা তোমার দান,
মানব সভ্যতার জন্য, নাই কি তোমার টান।
করোনা তোমার আছে কি কোন সুশিক্ষা?
মানুষেরে সুরক্ষা করার নিতে পারোনা দীক্ষা?
মহামারি, প্রলয়ংকরি, তুমি পৃথিবীর ত্রাস,
একে একে বিশ্বকে তুমি করে ফেলেছ গ্রাস।
দেশে দেশে আজ শুধু মৃত্যুরই যে মিছিল,
বলো তুমি, তোমার ধ্বংস চলবে কতকাল?
৬.৪.২০
মানব সভ্যতার জন্য, নাই কি তোমার টান।
করোনা তোমার আছে কি কোন সুশিক্ষা?
মানুষেরে সুরক্ষা করার নিতে পারোনা দীক্ষা?
মহামারি, প্রলয়ংকরি, তুমি পৃথিবীর ত্রাস,
একে একে বিশ্বকে তুমি করে ফেলেছ গ্রাস।
দেশে দেশে আজ শুধু মৃত্যুরই যে মিছিল,
বলো তুমি, তোমার ধ্বংস চলবে কতকাল?
৬.৪.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ০৮/০৪/২০২০ভালো লিখেছেন।
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৪/২০২০ভালো।
-
ফয়জুল মহী ০৭/০৪/২০২০মনোরম ও মনোহর লেখনী ।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৭/০৪/২০২০Good.