কবিতাগুচ্ছ
১
ইতি
দেশের মধ্যে দেখা যাচ্ছে
ছবি তোলার সংস্কৃতি,
দেশটাকে বাঁচাতে হলে
টানতে হবে এর ইতি।
২
লকডাউন
অঘোষিত লকডাউন
চলছে সারা দেশে,
ঘরে থাকি নিরাপদে
জীবনকে ভালোবেসে।
৩
শারিরীক দূরত্ব
এক মিটার দূরে থাকি
এঁটাই শারিরীক দূরত্ব,
জীবনের প্রতি ভালোবাসা
এঁটাই বড় দায়িত্ব।
৪
সেলফি
বন্ধ করতে হবে সেলফি
রাখতে হবে দূরত্ব,
কোটি প্রাণ বাঁচানোর
নীতি করবো সবে আয়ত্ব।
৫
কোয়ারেন্টাইন
করোনা রোগীর সংস্পর্শে বা
ভ্রমণ থেকে এলে,
১৪ দিন আলাদা থাকাকে
কোয়ারেন্টাইন বলে।
৮.৪.২০
ইতি
দেশের মধ্যে দেখা যাচ্ছে
ছবি তোলার সংস্কৃতি,
দেশটাকে বাঁচাতে হলে
টানতে হবে এর ইতি।
২
লকডাউন
অঘোষিত লকডাউন
চলছে সারা দেশে,
ঘরে থাকি নিরাপদে
জীবনকে ভালোবেসে।
৩
শারিরীক দূরত্ব
এক মিটার দূরে থাকি
এঁটাই শারিরীক দূরত্ব,
জীবনের প্রতি ভালোবাসা
এঁটাই বড় দায়িত্ব।
৪
সেলফি
বন্ধ করতে হবে সেলফি
রাখতে হবে দূরত্ব,
কোটি প্রাণ বাঁচানোর
নীতি করবো সবে আয়ত্ব।
৫
কোয়ারেন্টাইন
করোনা রোগীর সংস্পর্শে বা
ভ্রমণ থেকে এলে,
১৪ দিন আলাদা থাকাকে
কোয়ারেন্টাইন বলে।
৮.৪.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজী তারেক আজিজ ০৮/০৪/২০২০ভালো
-
ফয়জুল মহী ০৮/০৪/২০২০লেখা পড়ে ভালো লেগেছে।
-
শাফকাত সাবিল ০৮/০৪/২০২০কবিতাটি পড়ে অসাধারণ লাগলো।