মহামারি
করোনাভাইরাস, তুমি যে এক মহামারি,
বিশ্বের হাজারো প্রাণ, নিয়েছ তুমি কাড়ি।
তোমার আঘাতে, বিশ্ব যে আজ দিশেহারা,
তোমার কাজ কি শুধু মৃত্যুর ইতিহাস গড়া?
স্বর্ণমন্দির আজ মৃত্যুমন্দির, তোমার আঘাতে,
বিশ্ববাসী আজ হয়েছে এক, তোমারে রুখতে।
প্রলয়ংকরী করোনা, যাবে না কি তুমি আর?
বিশ্ববাসী কি হেরে যাবে, আঘাতে তোমার???
৪।৪।২০
বিশ্বের হাজারো প্রাণ, নিয়েছ তুমি কাড়ি।
তোমার আঘাতে, বিশ্ব যে আজ দিশেহারা,
তোমার কাজ কি শুধু মৃত্যুর ইতিহাস গড়া?
স্বর্ণমন্দির আজ মৃত্যুমন্দির, তোমার আঘাতে,
বিশ্ববাসী আজ হয়েছে এক, তোমারে রুখতে।
প্রলয়ংকরী করোনা, যাবে না কি তুমি আর?
বিশ্ববাসী কি হেরে যাবে, আঘাতে তোমার???
৪।৪।২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভীক ০৬/০৪/২০২০খুব ভালো
-
মোঃ শাহারুখ হোসেন ০৫/০৪/২০২০অসাধারণ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৪/০৪/২০২০খুব ভালো ।
-
ফয়জুল মহী ০৪/০৪/২০২০প্রাঞ্জল শব্দের অলংকরণ। পাঠে মুগ্ধ হলাম।