গৃহবন্দি
করোনায় গৃহবন্দি,
মনে নানা ফন্দি।
ঘরে বন্দি জীবন,
কাটাই সারাক্ষণ।
আলস্যে কাটে দিন,
বাজে কবিতার বীণ।
অস্তগামী রবি,
দেখে না কবি।
সময় জ্ঞান ভুলে,
দিন যাচ্ছে চলে।
করোনার লাশ যত,
গড়ে ইতিহাস তত।
গৃহবন্দির স্বার্থকতা,
যতনে মানবতা।
২.৪.২০
মনে নানা ফন্দি।
ঘরে বন্দি জীবন,
কাটাই সারাক্ষণ।
আলস্যে কাটে দিন,
বাজে কবিতার বীণ।
অস্তগামী রবি,
দেখে না কবি।
সময় জ্ঞান ভুলে,
দিন যাচ্ছে চলে।
করোনার লাশ যত,
গড়ে ইতিহাস তত।
গৃহবন্দির স্বার্থকতা,
যতনে মানবতা।
২.৪.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শাহারুখ হোসেন ০৪/০৪/২০২০বাহ!
-
গাজী তারেক আজিজ ০২/০৪/২০২০দারুণ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০২/০৪/২০২০Good
-
ফয়জুল মহী ০২/০৪/২০২০বেশ, মন ছুঁয়ে গেল লেখা।