করোনা তুমি
করোনা তুমি ভয়ংকর
করবো তোমায় দেশান্তর।
করোনা তুমি ধ্বংস
করবো তোমায় নি:বংশ।
করোনা তুমি আঘাত
করবো তোমায় প্রতিঘাত।
করোনা তুমি সর্বনাশা
করবো তোমায় আশা ।
করোনা তুমি কষ্ট
করবো তোমায় বিনষ্ট।
করোনা তুমি ভুল
করবো তোমায় নির্মূল।
করোনা তুমি ভয়
করবো তোমায় জয়।
০১.৪.২০
করবো তোমায় দেশান্তর।
করোনা তুমি ধ্বংস
করবো তোমায় নি:বংশ।
করোনা তুমি আঘাত
করবো তোমায় প্রতিঘাত।
করোনা তুমি সর্বনাশা
করবো তোমায় আশা ।
করোনা তুমি কষ্ট
করবো তোমায় বিনষ্ট।
করোনা তুমি ভুল
করবো তোমায় নির্মূল।
করোনা তুমি ভয়
করবো তোমায় জয়।
০১.৪.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
গাজী তারেক আজিজ ০২/০৪/২০২০ভালো লাগলো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৪/২০২০করোনার বিনাশ ঘটবেই।
-
ফয়জুল মহী ০১/০৪/২০২০মনোমুগ্ধকর লিখনশৈলি ।