দৃঢ় মনোবল
করোনার আঘাতে একের পর এক দেশ,
হয়েছে প্রাণহীন মরুভ‚মি, বিবর্ণ-নি:শেষ।
গরীবেরা কেঁদে মরে, আহার নেই পেটে,
লবনাক্ত জলে কি পিপাসার জ্বালা মিটে।
ধ্বংস হচ্ছে সভ্যতা আর ধ্বংস মানবতা,
কাতর আজ সারা বিশ্ব, কাতর মানবাত্মা।
ধ্বংস যে আজ হবার পথে বিশ্ব আর্থনীতি,
বন্ধ যে আজ বিশ্ব থেকে মন্দ সব রাজনীতি।
এ আঘাতেও রাখতে যে হবে দৃঢ় মনোবল,
করোনাকে মোকাবেলায় হাত ধরে সবে চল।
৩১.৩.২০
হয়েছে প্রাণহীন মরুভ‚মি, বিবর্ণ-নি:শেষ।
গরীবেরা কেঁদে মরে, আহার নেই পেটে,
লবনাক্ত জলে কি পিপাসার জ্বালা মিটে।
ধ্বংস হচ্ছে সভ্যতা আর ধ্বংস মানবতা,
কাতর আজ সারা বিশ্ব, কাতর মানবাত্মা।
ধ্বংস যে আজ হবার পথে বিশ্ব আর্থনীতি,
বন্ধ যে আজ বিশ্ব থেকে মন্দ সব রাজনীতি।
এ আঘাতেও রাখতে যে হবে দৃঢ় মনোবল,
করোনাকে মোকাবেলায় হাত ধরে সবে চল।
৩১.৩.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শাহারুখ হোসেন ০৫/০৪/২০২০দারুণ
-
শাহীন রহমান (রুদ্র) ০১/০৪/২০২০অপূর্ব লেখনী।শুভেচ্ছা অনন্ত,
-
গাজী তারেক আজিজ ৩১/০৩/২০২০বেশ!
-
শরিফুল ইসলাম (1990) ৩১/০৩/২০২০ভালো
-
ফয়জুল মহী ৩১/০৩/২০২০অনুপম, অতুলনীয় লেখা।
-
সাইয়িদ রফিকুল হক ৩১/০৩/২০২০করোনায় সচেতন হয়ে মিলেমিশে বাঁচতে হবে।