ছিন্নমূল
করোনার জন্য সমস্যারত ছিন্নমূল মানুষ যত,
দিনে দিনে কষ্ট তাদের বেড়ে যাচ্ছে যে তত।
রিক্সাওয়ালা সারাদিনে একশত টাকা না পায়,
এতে অন্যান্য নাগরিকদের কি বা আসে যায়?
দিনমজুরের পেটে ভাই, নেই যে কোন আহার,
ছিন্নমূল মানুষের এখন শুধুই দু:খের পাহাড়।
চারিদিকে জনশূণ্য, তাদের দু:খের নাই শেষ,
উপর তলার মানুষেরা আছে যে ভাই বেশ।
গরীবদের বাঁচাতে সবাই মেলে দিবে হাত,
ভুলে গিয়ে আছে যত হিংসা ও উঁচু জাত।
৩০।৩।২০
দিনে দিনে কষ্ট তাদের বেড়ে যাচ্ছে যে তত।
রিক্সাওয়ালা সারাদিনে একশত টাকা না পায়,
এতে অন্যান্য নাগরিকদের কি বা আসে যায়?
দিনমজুরের পেটে ভাই, নেই যে কোন আহার,
ছিন্নমূল মানুষের এখন শুধুই দু:খের পাহাড়।
চারিদিকে জনশূণ্য, তাদের দু:খের নাই শেষ,
উপর তলার মানুষেরা আছে যে ভাই বেশ।
গরীবদের বাঁচাতে সবাই মেলে দিবে হাত,
ভুলে গিয়ে আছে যত হিংসা ও উঁচু জাত।
৩০।৩।২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ৩০/০৩/২০২০ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য
-
মোহন দাস (বিষাক্ত কবি) ৩০/০৩/২০২০Good writer
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৩/২০২০মানুষের মনে জাগুক মানবতাবোধ।