কোয়ারেন্টাইন
চলছে ধ্বংস বিশ্বব্যাপী করোনা আঘাতে,
দোয়া চাই, করোনা হতে মুক্তি মিলে যাতে।
সারা বিশ্বে করোনা ঘাতে অবস্থা ভাই করুণ,
স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার রীতি মান্য করুন।
সরকারের দেয়া নির্দেশনা পালন করুন সবে,
তবেই করোনার তান্ডব নিয়ন্ত্রণে যে রবে।
সরকারী ছুটিতে বাসায় থাকলে হত ভালো বেশ,
সচেতন লোক, অসচেতন হলে চলবে কি দেশ?
অমান্যে বিধি, ছুটিতে যারা চলে গেছেন বাড়ি,
কোয়ারেন্টাইনে থাকবে তারা,সকল কিছু ছাড়ি।
২৮.০৩.২০
দোয়া চাই, করোনা হতে মুক্তি মিলে যাতে।
সারা বিশ্বে করোনা ঘাতে অবস্থা ভাই করুণ,
স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার রীতি মান্য করুন।
সরকারের দেয়া নির্দেশনা পালন করুন সবে,
তবেই করোনার তান্ডব নিয়ন্ত্রণে যে রবে।
সরকারী ছুটিতে বাসায় থাকলে হত ভালো বেশ,
সচেতন লোক, অসচেতন হলে চলবে কি দেশ?
অমান্যে বিধি, ছুটিতে যারা চলে গেছেন বাড়ি,
কোয়ারেন্টাইনে থাকবে তারা,সকল কিছু ছাড়ি।
২৮.০৩.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২৯/০৩/২০২০ভালো
-
শাহীন রহমান (রুদ্র) ২৮/০৩/২০২০দারুণ।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৮/০৩/২০২০ভাল।