প্রকৃত স্বাধীনতা
আমরা স্বাধীনতা পেয়েছি প্রায় অর্ধশত বছর,
কিন্তু প্রকৃত স্বাধীনতা কি পেয়েছি?
এখনও অনেক মুক্তিযোদ্ধা রিক্সা চালায়,
অনেক মুক্তিযোদ্ধা না খেয়ে কাটায় দিন,
তাহলে স্বাধীনতা কোথায় পেলাম?
এখনও অসাধু ব্যবসায়ীরা করোনাকে
পূঁজি করে দ্রব্যের দাম বাড়াচ্ছে,
হ্যান্ড স্যানিটাইজার মার্কেট-আউট, নেই ঔষধ
এ সংকটেও মানুষ ঈদের মত
গাদাগাদি করে যাচ্ছে বাড়ি,
শিক্ষার্থীরা কক্সবাজার সমুদ্রসৌকতে,
তাহলে আমরা কিভাবে স্বাধীন?
যা ইচ্ছা তা করাই কি প্রকৃত স্বাধীনতা?
প্রকৃত স্বাধীনতা আসলে তা নয়।
২৬.৩.২০
কিন্তু প্রকৃত স্বাধীনতা কি পেয়েছি?
এখনও অনেক মুক্তিযোদ্ধা রিক্সা চালায়,
অনেক মুক্তিযোদ্ধা না খেয়ে কাটায় দিন,
তাহলে স্বাধীনতা কোথায় পেলাম?
এখনও অসাধু ব্যবসায়ীরা করোনাকে
পূঁজি করে দ্রব্যের দাম বাড়াচ্ছে,
হ্যান্ড স্যানিটাইজার মার্কেট-আউট, নেই ঔষধ
এ সংকটেও মানুষ ঈদের মত
গাদাগাদি করে যাচ্ছে বাড়ি,
শিক্ষার্থীরা কক্সবাজার সমুদ্রসৌকতে,
তাহলে আমরা কিভাবে স্বাধীন?
যা ইচ্ছা তা করাই কি প্রকৃত স্বাধীনতা?
প্রকৃত স্বাধীনতা আসলে তা নয়।
২৬.৩.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রিয় ২৭/০৩/২০২০সুন্দর কবিতা......
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৭/০৩/২০২০Good....
-
একনিষ্ঠ অনুগত ২৬/০৩/২০২০মনের ইচ্ছে মত করতে পারাটা স্বাধীনতা হলেও এতে রিপু আছে, সৎ ইচ্ছে গুলো বাস্তবায়িত করতে পারাই প্রকৃত স্বাধীনতা।
-
গাজী তারেক আজিজ ২৬/০৩/২০২০সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৩/২০২০স্বাধীনতা পেয়েছি।
স্বাধীনতার মানে সবাই বোঝে না।