নেমে এসো এ ধরায়
সৃষ্টিকর্তা তুমি কোথায়?
তোমার সৃষ্ট মানবজাতি আজ
দিশেহারা করোনার আঘাতে,
চীন দিয়ে প্রথমে মৃত্যুপুরী শুরু,
তারপর পূণ্যভূমি ইতালী,
ইতালীর ক্ষত শুকাতে না শুকাতে
স্পেন হয়েছে মৃত্যুযাত্রী,
এরপর ইরান, আরো অনেক...
মানচিত্রের ধনী দেশ আমেরিকা-
সেটাও মৃত্যুপুরী,
সারা বিশ্ব আজ মৃত্যুপুরী।
কফিনের মিছিল, এ্যাম্বুলেন্স...।
মানুষের হাহাকার আর কান্না,
হে সৃষ্টিকর্তা, তুমি নেমে এসো এ ধরায়
তোমার সন্তানদের রক্ষার্থে।
২৫.৩.২০
তোমার সৃষ্ট মানবজাতি আজ
দিশেহারা করোনার আঘাতে,
চীন দিয়ে প্রথমে মৃত্যুপুরী শুরু,
তারপর পূণ্যভূমি ইতালী,
ইতালীর ক্ষত শুকাতে না শুকাতে
স্পেন হয়েছে মৃত্যুযাত্রী,
এরপর ইরান, আরো অনেক...
মানচিত্রের ধনী দেশ আমেরিকা-
সেটাও মৃত্যুপুরী,
সারা বিশ্ব আজ মৃত্যুপুরী।
কফিনের মিছিল, এ্যাম্বুলেন্স...।
মানুষের হাহাকার আর কান্না,
হে সৃষ্টিকর্তা, তুমি নেমে এসো এ ধরায়
তোমার সন্তানদের রক্ষার্থে।
২৫.৩.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রিয় ২৭/০৩/২০২০সুন্দর কবিতা...
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/০৩/২০২০fabulous post!!
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৫/০৩/২০২০Good
-
ফয়জুল মহী ২৫/০৩/২০২০Excellent