সমবেদনার সবটুকু তোমাদের
সমবেদনা জানানোর কোনো ভাষাই নেই আজ
করোনার জন্য আজ বিশ্ব মৃত্যুপুরী,
আসলে কাকে সমবেদনা জানাবো?
যেখানে শহর-গ্রাম ধ্বংসস্তুপ?
সেখানে তো আর মানবকুল নেই,
আছে শুধু ইট-পাথর
এ্যাম্বুলেন্স আর কফিন, লাশের মিছিল
হাসপাতালে ঠাঁই নেই, যেন কারাবাস
কে শুনবে সমবেদনার বাণী?
তারপরেও সমবেদনা।
২৩.৩.২০
করোনার জন্য আজ বিশ্ব মৃত্যুপুরী,
আসলে কাকে সমবেদনা জানাবো?
যেখানে শহর-গ্রাম ধ্বংসস্তুপ?
সেখানে তো আর মানবকুল নেই,
আছে শুধু ইট-পাথর
এ্যাম্বুলেন্স আর কফিন, লাশের মিছিল
হাসপাতালে ঠাঁই নেই, যেন কারাবাস
কে শুনবে সমবেদনার বাণী?
তারপরেও সমবেদনা।
২৩.৩.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২৪/০৩/২০২০ভালো হতে হবে, ভালো কাজ করতে হবে সবাইকে।।
-
মোঃ ছাকিবুল ইসলাম (শাওন) ২৪/০৩/২০২০ভালো
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৪/০৩/২০২০ভালো ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/০৩/২০২০splendid
-
ফয়জুল মহী ২৩/০৩/২০২০একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।