আত্মজিজ্ঞাসা
শত ঘৃণা করোনাভাইরাস তোমাকে,
তুমি দেশকে দেশ জনশূণ্য করে দিয়েছ মায়াহীনভাবে।
স্বপ্নপুরীকে করেছ মৃত্যুপুরী।
কিন্তু কেন এসব হচ্ছে? আমরা কি কখনও ভেবেছি?
প্রকৃতি কি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে না তো?
আমরা প্রকৃতির উপর যে অত্যাচার চালিয়েছে
হিরোশিমা-নাগাসাকিকে বোমা মেরে উড়িয়ে দিয়েছি
নদীকে নদী ধ্বংস করে দিয়েছি
কল কারখানা করে বায়ু দূষণ করেছি
এখানে সেখানে মলত্যাগ করেছি
ইটের ভাটা করে বায়ু দূষণের মহোৎসব করেছি
একি তার ফল নয়?
আমরা কি দায়ি নই এজন্য?
২২.০৩.২০
তুমি দেশকে দেশ জনশূণ্য করে দিয়েছ মায়াহীনভাবে।
স্বপ্নপুরীকে করেছ মৃত্যুপুরী।
কিন্তু কেন এসব হচ্ছে? আমরা কি কখনও ভেবেছি?
প্রকৃতি কি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে না তো?
আমরা প্রকৃতির উপর যে অত্যাচার চালিয়েছে
হিরোশিমা-নাগাসাকিকে বোমা মেরে উড়িয়ে দিয়েছি
নদীকে নদী ধ্বংস করে দিয়েছি
কল কারখানা করে বায়ু দূষণ করেছি
এখানে সেখানে মলত্যাগ করেছি
ইটের ভাটা করে বায়ু দূষণের মহোৎসব করেছি
একি তার ফল নয়?
আমরা কি দায়ি নই এজন্য?
২২.০৩.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৩/০৩/২০২০ভালো ।
-
সাইদুর রহমান ২২/০৩/২০২০খুব সুন্দর
-
একনিষ্ঠ অনুগত ২২/০৩/২০২০এর দায় আমাদেরই। আল্লাহ্ রোগ শোক দুঃখ দুর্দশা দেন মানুষের অপকর্মের জন্যই যেন তারা আবার ফিরে আসে সঠিক পথে।
-
ফয়জুল মহী ২২/০৩/২০২০অনন্যসাধারণ লেখা।