আমরাও পারবো
করোনাভাইরাস মহামারীরূপ নিয়েছে,
চীন থেকে ইতালি, পরে মহাবিশ্বে
বাংলাদেশও এর থাবা থেকে বাদ যায়নি।
হাজার হাজার মানবের প্রাণহানি,
বিশ্ব যেন এক জনশুণ্য মৃত্যুপুরী।
করোনাভাইরাস কি আমাদের পরিত্রান দিবে না?
আমরা কি পারবো এ ভাইরাস থেকে অবমুক্ত হতে?
প্রতি ১০০ বছরে এ মহাবিশ্বে একবার করে
দুর্যোগ এসেছে,
কিন্তু এ বিশ্ববাসী তা মোকাবেলা করেছে।
চীনও ভাইরাস মোকাবেলা করেছে
আমরাও পারবো,
তবে সচেতনতা দরকার।
চীন থেকে ইতালি, পরে মহাবিশ্বে
বাংলাদেশও এর থাবা থেকে বাদ যায়নি।
হাজার হাজার মানবের প্রাণহানি,
বিশ্ব যেন এক জনশুণ্য মৃত্যুপুরী।
করোনাভাইরাস কি আমাদের পরিত্রান দিবে না?
আমরা কি পারবো এ ভাইরাস থেকে অবমুক্ত হতে?
প্রতি ১০০ বছরে এ মহাবিশ্বে একবার করে
দুর্যোগ এসেছে,
কিন্তু এ বিশ্ববাসী তা মোকাবেলা করেছে।
চীনও ভাইরাস মোকাবেলা করেছে
আমরাও পারবো,
তবে সচেতনতা দরকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হুসাইন দিলাওয়ার ২৩/০৩/২০২০সুন্দর কবিতা
-
শাহীন রহমান (রুদ্র) ২৩/০৩/২০২০ভাল লাগল।শুভেচ্ছা নিও।
-
একনিষ্ঠ অনুগত ২২/০৩/২০২০ভয় এবং ভীরুতা নিয়ে ঘরের কোনে গাঁয়ে কম্পন তুললে হেরে যেতে হবে। চাই সতর্কতা, চাই দৃঢ় বিশ্বাস, আমরাই সৃষ্টির সেরা।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২২/০৩/২০২০চমৎকার বাস্তব প্রকাশ।
-
বেগম সেলিনা খাতুন ২২/০৩/২০২০করোনা ভাইরাস সর্ম্পকে আপনার লেখা অত্যন্ত সুন্দর হয়েছে।
ভালো থাকুন, আরও বেশি বেশি লিখুন। -
রেজাউল ইসলাম ২২/০৩/২০২০সত্যিই অসাধারণ
-
ফয়জুল মহী ২১/০৩/২০২০Excellent