প্রাণ দেবো কিন্তু ক্ষমা নয়
করোনাভাইরাস, না হয় তুমি একটু করুণাই কর,
তোমার করুণা কি বিশ^বাসী পেতে পারে না?
পাষন্ড জল্লাদও তো মানুষকে মারার আগে
একটু জল দেয়, তার শেষ ইচ্ছা পূরণ করে।
কিন্তু তুমি দেশকে দেশ পুড়িয়ে
অঙ্গার করে দিচ্ছ তোমার হিংসার আগুণে।
তুমি কি পৃথিবীকে জনমানবশূণ্য করতে চাও?
কি তোমার পরিকল্পনা?
তুমি কি সব সুর্যোগকে হার মানাতে চাও?
ইতালী-চায়নাকে দেখে তোমার কি কষ্ট হয় না?
আর কত প্রাণ চাই তোমার?
আস, প্রাণ দেবো কিন্তু ক্ষমা নয়।
১৯.০৩.২০
তোমার করুণা কি বিশ^বাসী পেতে পারে না?
পাষন্ড জল্লাদও তো মানুষকে মারার আগে
একটু জল দেয়, তার শেষ ইচ্ছা পূরণ করে।
কিন্তু তুমি দেশকে দেশ পুড়িয়ে
অঙ্গার করে দিচ্ছ তোমার হিংসার আগুণে।
তুমি কি পৃথিবীকে জনমানবশূণ্য করতে চাও?
কি তোমার পরিকল্পনা?
তুমি কি সব সুর্যোগকে হার মানাতে চাও?
ইতালী-চায়নাকে দেখে তোমার কি কষ্ট হয় না?
আর কত প্রাণ চাই তোমার?
আস, প্রাণ দেবো কিন্তু ক্ষমা নয়।
১৯.০৩.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৯/০৩/২০২০একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৩/২০২০করুণার বড় অভাব।