ক্ষমা
পৃথিবীর সর্বসংখ্যক জনমানুষের দেশ
চীনকে হিং¯্র থাবা মেরেও
তুমি ক্ষান্ত হওনি করোনাভাইরাস।
তোমার আগমনকে জানান দিতে
তুমি স্বর্গসদৃশ দেশ চীনকে
করেছ নরকের অগ্নি।
আর এই অগ্নিতে পুড়িয়েছ একটি দেশ
একটি জাতি, একটি সভ্যতা।
চীন এখন মৃত্যুপুরী, সে তো তোমারই জন্যে।
করোনাভাইরাস, তোমার জন্য
পূণ্যভ‚মি ইতালী আজ মানবশূণ্য,
হাসপাতালে মৃতদের মিছিল,
তোমার ছোবলে কেড়ে নিয়েছ
হাজার হাজার মানবসন্তানকে
যারা মাত্র আর কয়েকটা দিন বাঁচার জন্য
হাহাকার করেছিলো, আকুতি করেছিলো
কিন্তু তুমি তাদের কান্না শ্রবণ করো নি।
কি ছিলো তাদের অপরাধ?
চীন-ইতালী ছেড়ে তুমি এখন সারাবিশে^
নারকীয় কান্ড চালিয়ে যাচ্ছ।
তুমি এখন বাংলাদেশে আঘাত করেছ।
তোমার ধ্বংসক্রিয়া চলছে
তো চলছেই।
তোমার কি ক্ষমা আছে?
১৮.০৩.২০
চীনকে হিং¯্র থাবা মেরেও
তুমি ক্ষান্ত হওনি করোনাভাইরাস।
তোমার আগমনকে জানান দিতে
তুমি স্বর্গসদৃশ দেশ চীনকে
করেছ নরকের অগ্নি।
আর এই অগ্নিতে পুড়িয়েছ একটি দেশ
একটি জাতি, একটি সভ্যতা।
চীন এখন মৃত্যুপুরী, সে তো তোমারই জন্যে।
করোনাভাইরাস, তোমার জন্য
পূণ্যভ‚মি ইতালী আজ মানবশূণ্য,
হাসপাতালে মৃতদের মিছিল,
তোমার ছোবলে কেড়ে নিয়েছ
হাজার হাজার মানবসন্তানকে
যারা মাত্র আর কয়েকটা দিন বাঁচার জন্য
হাহাকার করেছিলো, আকুতি করেছিলো
কিন্তু তুমি তাদের কান্না শ্রবণ করো নি।
কি ছিলো তাদের অপরাধ?
চীন-ইতালী ছেড়ে তুমি এখন সারাবিশে^
নারকীয় কান্ড চালিয়ে যাচ্ছ।
তুমি এখন বাংলাদেশে আঘাত করেছ।
তোমার ধ্বংসক্রিয়া চলছে
তো চলছেই।
তোমার কি ক্ষমা আছে?
১৮.০৩.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ২২/০৪/২০২০ভালো
-
আলমগীর সরকার লিটন ১৯/০৩/২০২০প্রভু ক্ষমা কর -রক্ষা কর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/০৩/২০২০সাবলীল সুন্দর উপস্থাপনা
-
ফয়জুল মহী ১৮/০৩/২০২০সরকার করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে, দাবি তথ্যমন্ত্রীর । ভাইরে খুব ভয়ে আছি।