বঙ্গবন্ধু
বাংলাদেশ, সার্বভৌমত্য
সে তো শুধু তোমারই জন্য।
লাল-সবুজের পতাকা
যা পত পত করে আকাশে উড়ছে
তা শুধুই তোমার কারণে।
তুমি যে মিশে আছো
আমাদের সকল প্রেরণায়
আকাশ বাতাস আজ ধন্য
শুধু তোমারই জন্যে।
কৃষক-শ্রমিক-মজুরের দেশ
বঞ্চিতদের হাসি
শুধু তোমারই জন্যে।
নদী বয়ে যায়
পাখি গান গায়
শুধুই তোমারই কারণে।
জন্ম শতবর্ষে অকৃত্রিম শ্রদ্ধা তোমায়।
সে তো শুধু তোমারই জন্য।
লাল-সবুজের পতাকা
যা পত পত করে আকাশে উড়ছে
তা শুধুই তোমার কারণে।
তুমি যে মিশে আছো
আমাদের সকল প্রেরণায়
আকাশ বাতাস আজ ধন্য
শুধু তোমারই জন্যে।
কৃষক-শ্রমিক-মজুরের দেশ
বঞ্চিতদের হাসি
শুধু তোমারই জন্যে।
নদী বয়ে যায়
পাখি গান গায়
শুধুই তোমারই কারণে।
জন্ম শতবর্ষে অকৃত্রিম শ্রদ্ধা তোমায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৮/০৩/২০২০বিনম্র শ্রদ্ধা জানাই
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/০৩/২০২০ভালো লাগলো
-
পি পি আলী আকবর ১৭/০৩/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ১৭/০৩/২০২০শ্রদ্ধাসহকারে ভালোবাসা নিবেদন ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০৩/২০২০great post!