করোনা প্রতিরোধে করণীয়-
১। মাস্ক ব্যবহার করা।
২। হাত ধৌত করা (৪ ঘন্টা পর পর)।
৩। গণ জমায়েত, গণ পরিবহণ বর্জন করা।
৪। হ্যান্ড সেক বা কোলাকুলি না করা।
৫। বিদেশে ভ্রমণ না করা।
৬। অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া।
৭। নাকে মুখে হাত না দেয়া।
২। হাত ধৌত করা (৪ ঘন্টা পর পর)।
৩। গণ জমায়েত, গণ পরিবহণ বর্জন করা।
৪। হ্যান্ড সেক বা কোলাকুলি না করা।
৫। বিদেশে ভ্রমণ না করা।
৬। অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া।
৭। নাকে মুখে হাত না দেয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সেলিম রেজা সাগর ১৮/০৫/২০২০অসাধারণ
-
ফয়জুল মহী ১৫/০৩/২০২০Good
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৩/২০২০জনস্বার্থে ভালো প্রচার।
-
আলমগীর সরকার লিটন ১৪/০৩/২০২০সঠিক বলেছেন