পদ্মা সেতু
নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে ভাই,
রাজধানীর সাথে যোগাযোগে কোন ভয় নাই।
পদ্মা সেতু নির্মাণে লাগেনি গুজবের মাথা,
এই সেতুরই গৌরব সারা পৃথিবীতে গাঁথা।
আমার দেশের পদ্মা সেতু হয়ে গেছে দৃশ্যমান,
কিছু দিন পরে এই সেতুতে চলবে নানা যান।
পদ্মা সেতু যে শুধুই সেতু নয়, মনে রাখা চাই,
মানুষে-মানুষে সেতু বন্ধনের বিকল্প যে নাই।
০২.০৩.২০
রাজধানীর সাথে যোগাযোগে কোন ভয় নাই।
পদ্মা সেতু নির্মাণে লাগেনি গুজবের মাথা,
এই সেতুরই গৌরব সারা পৃথিবীতে গাঁথা।
আমার দেশের পদ্মা সেতু হয়ে গেছে দৃশ্যমান,
কিছু দিন পরে এই সেতুতে চলবে নানা যান।
পদ্মা সেতু যে শুধুই সেতু নয়, মনে রাখা চাই,
মানুষে-মানুষে সেতু বন্ধনের বিকল্প যে নাই।
০২.০৩.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহীন রহমান (রুদ্র) ০৩/০৩/২০২০একদম ঠিক।শুভেচ্ছা রইল স্বপন।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৩/০৩/২০২০খুব ভালো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/০৩/২০২০অপূর্ব
-
ফয়জুল মহী ০৩/০৩/২০২০মনোমুগ্ধকর
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৩/২০২০ভালো।