টি এ গাঙ্গুলী
ঈশ^রের সেবক টি এ গাঙ্গুলী
লও মোদের অভিনন্দন,
তোমার জন্ম শতবার্ষিতে
আমাদের এ নিবেদন।
তুমি ছিলে বাঙ্গালী
প্রথম বিশপ,
তুমি ছিলে বাঙ্গালী
প্রথম আর্চবিশপ।
ছিলে তুমি ন¤্রতার
প্রতীক বাংলাদেশে।
তুমি ছিলে গরীবের
সহায় নীরব বেশে।
তোমার তুলনা
তুমি শুধু নিজে,
প্রমাণ করেছ মাহাত্ম
তোমার সকল কাজে।
সাধু হওয়ার পথে
তুমি আগুয়াণ,
প্রতিদিনের প্রার্থনায়
তোমায় রাখবো স্মরণ।
তোমার জীবনের গুণগুলো
করবো মোরা অনুসরণ,
তোমার প্রেমের ছোঁয়ায়
গড়বো মোদের জীবন।
১৮.০২.২০
লও মোদের অভিনন্দন,
তোমার জন্ম শতবার্ষিতে
আমাদের এ নিবেদন।
তুমি ছিলে বাঙ্গালী
প্রথম বিশপ,
তুমি ছিলে বাঙ্গালী
প্রথম আর্চবিশপ।
ছিলে তুমি ন¤্রতার
প্রতীক বাংলাদেশে।
তুমি ছিলে গরীবের
সহায় নীরব বেশে।
তোমার তুলনা
তুমি শুধু নিজে,
প্রমাণ করেছ মাহাত্ম
তোমার সকল কাজে।
সাধু হওয়ার পথে
তুমি আগুয়াণ,
প্রতিদিনের প্রার্থনায়
তোমায় রাখবো স্মরণ।
তোমার জীবনের গুণগুলো
করবো মোরা অনুসরণ,
তোমার প্রেমের ছোঁয়ায়
গড়বো মোদের জীবন।
১৮.০২.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২১/০২/২০২০বেশ
-
আলমগীর সরকার লিটন ২০/০২/২০২০বেশ ভাবনাময়
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০২/২০২০best
-
ফয়জুল মহী ১৯/০২/২০২০Good