নদী দখল
আস্তে আস্তে নদীগুলো হয়ে যাচ্ছে দখল,
নদীর পানি হয়ে যাচ্ছে নর্দমার ঐ মল।
সোনালী মাছ থাকতো যে নদীর ঐ জলে,
সেই নদী মরে গেছে বর্জ ফেলার ফলে।
দখল করে নদী কেউবা তৈল করে বাড়ী,
সেই বাড়ীতে চলে আবার ব্যবসা রকমারী।
কবে হবে দখল মুক্ত আমাদের এই নদী?
স্বচ্ছ জলে মৎসকুল কবে চলবে নিরবধি?
সরকারকে এই দখলমুক্তের দিতে হবে ডাক,
আমাদের দিতে হবে সাড়া, মিলে ঝাঁকে ঝাঁক?
১৮.০২.২০
নদীর পানি হয়ে যাচ্ছে নর্দমার ঐ মল।
সোনালী মাছ থাকতো যে নদীর ঐ জলে,
সেই নদী মরে গেছে বর্জ ফেলার ফলে।
দখল করে নদী কেউবা তৈল করে বাড়ী,
সেই বাড়ীতে চলে আবার ব্যবসা রকমারী।
কবে হবে দখল মুক্ত আমাদের এই নদী?
স্বচ্ছ জলে মৎসকুল কবে চলবে নিরবধি?
সরকারকে এই দখলমুক্তের দিতে হবে ডাক,
আমাদের দিতে হবে সাড়া, মিলে ঝাঁকে ঝাঁক?
১৮.০২.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৯/০২/২০২০
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৮/০২/২০২০খুব ই ভালো
-
ফয়জুল মহী ১৮/০২/২০২০অসামান্য ভাবনায় নান্দনিক লেখনী ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/০২/২০২০ভালো
শুভেচ্ছা।