ভালোবাসা দিবস
আসছে ফিরে বছর ঘুরে
ভালোবাসা দিবস ভাই,
চলে সবে একে অন্যকে
ভালোবেসে যাই।
ভালোবাসার মধ্যে যেন
না থাকে ছলনা,
প্রেমিক-প্রেমিকার প্রেম শুধু
প্রকৃত ভালোবাসা না।
ভালোবাসার মধ্যে ভাই
থাকতে হবে সততা,
নির্ভেজাল ভালোবাসা
জীবনে আনে স্বার্থকতা।
ভালোবাসার মধ্যে যদি
একটু থাকে মল,
সারা জীবন দুচোখ বেয়ে
পড়বে শুধু জল।
না জেনে ভাই ভালোবাসার
কোন দরকার নাই।
এসো সবে আসল ভালোবাসার
গীত গেয়ে যাই।
৪০ সেরে এক মন
বলে সর্বজন,
মনে মনে এক মন না হলে
অন্ধকার এ জীবন।
মনে মনে মিল হলেই
আসল ভালোবাসা,
চল সবাই মন মিলিয়ে
বাঁধি সুখের বাসা।
১৪.০২.২০
ভালোবাসা দিবস ভাই,
চলে সবে একে অন্যকে
ভালোবেসে যাই।
ভালোবাসার মধ্যে যেন
না থাকে ছলনা,
প্রেমিক-প্রেমিকার প্রেম শুধু
প্রকৃত ভালোবাসা না।
ভালোবাসার মধ্যে ভাই
থাকতে হবে সততা,
নির্ভেজাল ভালোবাসা
জীবনে আনে স্বার্থকতা।
ভালোবাসার মধ্যে যদি
একটু থাকে মল,
সারা জীবন দুচোখ বেয়ে
পড়বে শুধু জল।
না জেনে ভাই ভালোবাসার
কোন দরকার নাই।
এসো সবে আসল ভালোবাসার
গীত গেয়ে যাই।
৪০ সেরে এক মন
বলে সর্বজন,
মনে মনে এক মন না হলে
অন্ধকার এ জীবন।
মনে মনে মিল হলেই
আসল ভালোবাসা,
চল সবাই মন মিলিয়ে
বাঁধি সুখের বাসা।
১৪.০২.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি আরাফাত হোসেন ১৫/০২/২০২০খুব সুন্দর লাগল কবিতা ।
-
ফয়জুল মহী ১৪/০২/২০২০ফাগুনের পুষ্পময় শুভেচ্ছা,
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৪/০২/২০২০ভালো ।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১৪/০২/২০২০ভালো লাগলো।