মুজিব র্বষ
২০২০-২১ সালকে করা হয়েেছ মুজিব বর্ষ ঘোষণা,
মুজিব মোদের দেশ নেতা, মুজিব কাজের প্রেরণা।
নানা আয়োজনে দশে-েবিদেশে বছরটি হবে পালন,
তাঁর মত ত্যাগী নেতা হতে, সাদা করতে হবে মন।
১৯২০ সালে এ মহান নেতা জন্মেছেন টুঙ্গিপাড়া,
তাঁর অপরিমেয় ব্যক্তিত্ব, বিশে^র নজর কাড়া।
জন্ম শতবার্ষিকীতে মুজিব পড়ে তোমায় মনে,
শপথ করি সোনার বাংলা গড়বো জনে জনে।
কি করে শুধিব আমরা, তোমার ভালোবাসার ঋণ,
প্রতিটি বাঙ্গালীর হৃদয়ে তুমি থাকবে চিরদিন।
১৩.০২.২০
মুজিব মোদের দেশ নেতা, মুজিব কাজের প্রেরণা।
নানা আয়োজনে দশে-েবিদেশে বছরটি হবে পালন,
তাঁর মত ত্যাগী নেতা হতে, সাদা করতে হবে মন।
১৯২০ সালে এ মহান নেতা জন্মেছেন টুঙ্গিপাড়া,
তাঁর অপরিমেয় ব্যক্তিত্ব, বিশে^র নজর কাড়া।
জন্ম শতবার্ষিকীতে মুজিব পড়ে তোমায় মনে,
শপথ করি সোনার বাংলা গড়বো জনে জনে।
কি করে শুধিব আমরা, তোমার ভালোবাসার ঋণ,
প্রতিটি বাঙ্গালীর হৃদয়ে তুমি থাকবে চিরদিন।
১৩.০২.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ১৪/০২/২০২০সুন্দর
-
শাহীন রহমান (রুদ্র) ১৩/০২/২০২০সুন্দর লেখনী।