সড়ক দূর্ঘটনা
সড়ক দূর্ঘটনায় মরছে মানুষ মহামারির মত,
এতো বড় দুর্যোগ নিয়ে নেই আলোচনা তত।
পথের মধ্যে হাজার মানুষ দিচ্ছে আত্মহূতি,
আপনজনকে হারিয়ে কেউ হারাচ্ছে অনুভ‚তি।
চলছে গাড়ী যাত্রাবাড়ী, নিয়মের নাই বালা,
কিছুই যেন করার নেই, কর্তৃপক্ষ যেন কালা।
ড্রাইভাররা চালাচ্ছে গাড়ী লাইসেন্স না নিয়ে,
ফিটনেসবিহীন গাড়ীগুলো চলছে রাস্তা দাপিয়ে।
এ অনিয়মের কবল থেকে বাঁচবে কবে দেশ?
স্বজনহারাদের দুঃখ- কান্নার হবে কবে শেষ?
তবে আসুন নিয়ম মানার করি সবাই পন,
রোধ হবে সড়ক দূর্ঘটনা, মরবে না জনগণ।
১০.০২.২০
এতো বড় দুর্যোগ নিয়ে নেই আলোচনা তত।
পথের মধ্যে হাজার মানুষ দিচ্ছে আত্মহূতি,
আপনজনকে হারিয়ে কেউ হারাচ্ছে অনুভ‚তি।
চলছে গাড়ী যাত্রাবাড়ী, নিয়মের নাই বালা,
কিছুই যেন করার নেই, কর্তৃপক্ষ যেন কালা।
ড্রাইভাররা চালাচ্ছে গাড়ী লাইসেন্স না নিয়ে,
ফিটনেসবিহীন গাড়ীগুলো চলছে রাস্তা দাপিয়ে।
এ অনিয়মের কবল থেকে বাঁচবে কবে দেশ?
স্বজনহারাদের দুঃখ- কান্নার হবে কবে শেষ?
তবে আসুন নিয়ম মানার করি সবাই পন,
রোধ হবে সড়ক দূর্ঘটনা, মরবে না জনগণ।
১০.০২.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১১/০২/২০২০বাস্তব কথা
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১১/০২/২০২০ভালো ।
-
ফয়জুল মহী ১১/০২/২০২০প্রিয় শুভ কামনা অহর্নিশি।
-
রেজাউল ইসলাম ১০/০২/২০২০লিখতে থাকুন