সঙ্গীত
আমার কাছে সঙ্গীত শুধুই মনের ব্যাপার। সঙ্গীত মনকে দোলা দেয়। আমার কাছে, যা মনকে দোলা দেয় না তা সঙ্গীত নয়।
আমাদের দেশে বর্তমানে সঙ্গীতের পুরোটা বিষয়টিই উল্টো পথে চলেছে। এখন সঙ্গীত মানে কান ফাটা শব্দ।
আমাদের দেশে বর্তমানে সঙ্গীতের পুরোটা বিষয়টিই উল্টো পথে চলেছে। এখন সঙ্গীত মানে কান ফাটা শব্দ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রোজারিও ০৩/১০/২০১৬সঙ্গীত এবং মিউজিক এর মাঝের পার্থক্যটা বিস্তর ।
-
সাইয়িদ রফিকুল হক ০২/১০/২০১৬লেখাটা অতি ছোট হয়েছে। তবে বিষয়বস্তুটা ভালো।