www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আপন চিন্তা

'আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।'

কবির কথাগুলো এখন শুধু কবিতাতেই মানায়। বাস্তবে এর তেমন কোন প্রতিফলন নেই বললেই চলে। আমরা সবাই এখন আপনারে লয়ে ব্যস্ত। অপরের কথা চিন্তা করার কোন সময়ই যেন আমাদের নেই। গ্রামীণ জনপদে অপরের কথা চিন্তা করার মানিসকতা কিছুটা থাকলেও, শহুরে জীবনে এর লেশমাত্র নেই। শহরে এক ফ্ল্যাটের মানুষ পাশের ফ্ল্যাটের মানুষের খবর রাখে না। অথচ আমরা গর্ব করে বলি যে, আমরা বিশ্বায়নের যুগে আছি। পাশের বাসার খবর নেই না অথচ সারা বিশ্বের খবর রখি।এতে কোন লাভ নেই।
শুধু ‌‌'আপন চিন্তা' থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মানুষ সামাজিক জীব। সমাজ নিয়েই আমাদের বাস করতে হবে। আর সমাজ নিয়ে বাস করার অর্থই হল সকলে মিলে বাস করা।
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৭৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast