আপন চিন্তা
'আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।'
কবির কথাগুলো এখন শুধু কবিতাতেই মানায়। বাস্তবে এর তেমন কোন প্রতিফলন নেই বললেই চলে। আমরা সবাই এখন আপনারে লয়ে ব্যস্ত। অপরের কথা চিন্তা করার কোন সময়ই যেন আমাদের নেই। গ্রামীণ জনপদে অপরের কথা চিন্তা করার মানিসকতা কিছুটা থাকলেও, শহুরে জীবনে এর লেশমাত্র নেই। শহরে এক ফ্ল্যাটের মানুষ পাশের ফ্ল্যাটের মানুষের খবর রাখে না। অথচ আমরা গর্ব করে বলি যে, আমরা বিশ্বায়নের যুগে আছি। পাশের বাসার খবর নেই না অথচ সারা বিশ্বের খবর রখি।এতে কোন লাভ নেই।
শুধু 'আপন চিন্তা' থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মানুষ সামাজিক জীব। সমাজ নিয়েই আমাদের বাস করতে হবে। আর সমাজ নিয়ে বাস করার অর্থই হল সকলে মিলে বাস করা।
সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।'
কবির কথাগুলো এখন শুধু কবিতাতেই মানায়। বাস্তবে এর তেমন কোন প্রতিফলন নেই বললেই চলে। আমরা সবাই এখন আপনারে লয়ে ব্যস্ত। অপরের কথা চিন্তা করার কোন সময়ই যেন আমাদের নেই। গ্রামীণ জনপদে অপরের কথা চিন্তা করার মানিসকতা কিছুটা থাকলেও, শহুরে জীবনে এর লেশমাত্র নেই। শহরে এক ফ্ল্যাটের মানুষ পাশের ফ্ল্যাটের মানুষের খবর রাখে না। অথচ আমরা গর্ব করে বলি যে, আমরা বিশ্বায়নের যুগে আছি। পাশের বাসার খবর নেই না অথচ সারা বিশ্বের খবর রখি।এতে কোন লাভ নেই।
শুধু 'আপন চিন্তা' থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মানুষ সামাজিক জীব। সমাজ নিয়েই আমাদের বাস করতে হবে। আর সমাজ নিয়ে বাস করার অর্থই হল সকলে মিলে বাস করা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রোজারিও ০২/১০/২০১৬মানুষকে এখন সামাজিক জীব না বলে বৈশ্বিক জীব বলা যেতে পারে!
-
আনিসা নাসরীন ০১/১০/২০১৬আমরা পালটাই, পাশের মানুষ গুলোও পালটাবে।
-
মোনালিসা ০১/১০/২০১৬মজাদার
-
রাবেয়া মৌসুমী ০১/১০/২০১৬খুব সুন্দর কথা,ভালোলাগলো অনেক ভালো। ধন্যবাদ।