যানজট
আজ দেশের প্রধানমন্ত্রী শুভাগমন করেছেন। তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য লক্ষ লক্ষ জনসাধারণ রাস্তায় ভীড় করেন। ফলে সৃষ্টি হয় যানজটের। সারা ঢাকা শহর অবরুদ্ধ নগরীতে পরিণত হয়।
ঢাকা শহর এমনিতেই যানজটের নগরী হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। তার উপর জনসাধারণের একটি বারতি চাপ পড়াতে যানজটের অবস্থা মারাত্মক আকার ধারন করে। এ ধরনের সমস্যা আমাদের নিজেদেরই সমাধান করতে হবে। আমার ঢাকা শহর, যানজট মুক্ত করা আমারই দায়িত্ব।
ঢাকা শহর এমনিতেই যানজটের নগরী হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। তার উপর জনসাধারণের একটি বারতি চাপ পড়াতে যানজটের অবস্থা মারাত্মক আকার ধারন করে। এ ধরনের সমস্যা আমাদের নিজেদেরই সমাধান করতে হবে। আমার ঢাকা শহর, যানজট মুক্ত করা আমারই দায়িত্ব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ষড়ানন ঘোষ(উদাসী কবি) ০১/১০/২০১৬Sunder
-
রোজারিও ৩০/০৯/২০১৬এই বাড়তি লক্ষ লক্ষ লোকের চাপ সামলানোর ক্ষমতা ২ কোটির ঢাকা শহর রাখে । এটা নতুন কিছু না ।কিন্তু কথা হচ্ছে ,হঠাত্ এই লক্ষ লক্ষ লোক আসলো কোথা থেকে!!??