সৈয়দ শামসুল হক
সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হক আমাদের মাঝে নেই।আমাদের কান্নার সাগরে রেখে তিনি চলে গেলেন।তাঁর মৃত্যুতে আমরা একজন অসাধারণ মানুষকে হারালাম। তাঁর মৃত্যুতে আমরা শোকাভিভূত।তাঁর চির কল্যাণ কামনা করি।তাঁর পরিবারের প্রতি জানাই সমেবদনা।
বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে ছিল তাঁর অবাঁধ বিচরন। তিনি আমাদের মাঝে নেই। কিন্তু আছে তাঁর আদর্শ। তাঁর আদর্শ আমরা যেন অনুসরন করি।
বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে ছিল তাঁর অবাঁধ বিচরন। তিনি আমাদের মাঝে নেই। কিন্তু আছে তাঁর আদর্শ। তাঁর আদর্শ আমরা যেন অনুসরন করি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৯/০৯/২০১৬আমরাও কেউ চিরদিন বেঁচে থাকবো না,সবাইকে এক দিন যেতে হবে।এখন আমাদের অনেক কিছু করার আছে যা হল সকল মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করা।আল্লহর কুরআন পড়ে এবং নামাজ পড়ে তাদের জন্য দুয়া করতে হবে।আল্লাহ যেন তাকে জান্নত নসিব করে।আমিন।
-
পরশ ২৯/০৯/২০১৬সেইসাথে নিজেরাও সেই পথে হাটার জন্য সর্বদা প্রস্তুত থাকি