সিস্টারকে ধর্ষণ
সম্প্রতি ভারতের রানাঘাটে একজন ব্রতধারিনীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে।ঘটনাটি বিশ্ববাসীর জন্য দু:খজনক। আমরা এর নিন্দা জানাই। আশা করি মোদি সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাফর পাঠান ২৫/০৩/২০১৫সমাজ যতদিন সভ্যতাকে আঁকড়িয়ে ধরে থাকবে ততদিন সভ্যতা বেচে থাকবে । এবং যতদিন এই জানোয়ারদের দৃষ্টিগ্রাহ্য শাস্তির আওতায় না আনা হবে ততদিন এদের উদ্ধত্য চলবে । তাই শুধু সরকার নয়-জনতাকেও দায়িত্বশীল এবং প্রতিবাদী হতে হবে । কোন দলের সাথে এই কুলাঙ্গারগুলি জড়িত থাকলে সেই দল থেকে বহিস্কার করতে হবে এদের, দলীয় অন্ধত্ব যেন এদের বেলায় না আসে। ভালো থাকুন সতত।
-
পরিতোষ ভৌমিক ২৩/০৩/২০১৫আমিও আপনার সঙ্গে একমত, তবে মোদী সরকার নয়, প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে আসবে এর প্রতিবাদে - এই কামনা রাখছি ।
-
তরুন ইউসুফ ২৩/০৩/২০১৫আমরা সবাই এর তিব্র নিন্দা জানাই।
-
আবুল বাশার শেখ ২৩/০৩/২০১৫যারা মানুষ যাদের মধ্যে মানবতাবোধ আছে সবাই এর প্রতিবাদ, নিন্দা জানাবে।
-
সুলতান মাহমুদ ২৩/০৩/২০১৫nothing to say.
-
মল্লিকা রায় ২২/০৩/২০১৫এ কি সত্য ? আজকের মানব সভ্যতায় এ এক কলঙ্কিত অধ্যায় হয়ে থেকে যাবে,আমরাও দেখেও না দেখার ভান করে থাকবো।