সমঝোতা চাই
আমরা দেশে সমঝোতা চাই। দুইটি দল একটু অনড় হলে দেশটা বেঁচে যায়। বেঁচে যায় জনগণ। আমরা কি সমঝোতার রাজনীতি চাইতে পারি না? নেতা-নেতৃরা কি একটু ভাববেন?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৮/০২/২০১৫amra shinte chhi @@@
-
ফিরোজ মানিক ১৩/০২/২০১৫সমঝোতা হবে কি করে রে ভাই সবারই যে ক্ষমতা চাই!
-
মোঃ সাইফুল ইসলাম ১২/০২/২০১৫লেখক বন্ধু নিশ্চই লক্ষ্য করছেন যে দু'দলই কিন্তু ভীষণ অনড়। তাতে তো আমাদের কোন উপকারেই আসছে না। আমার মনে হয় তাদের অনড় অবস্থানের কারণে আমাদের জানের নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি নড়বড়ে হয়ে উঠেছে। আমার মনে হয় এদের চেয়ে স্বৈরশাসনের জনক এরশাদ চাচাই উত্তম। নারে ভাই বেশি পন্ডিতি কইরা ফালাইছি মনে হয়। এমনিতেই আজ পত্রিকায় দেখলাম জেল খানার অবস্থা খুব খারাপ। ৬০ জনের জায়গায় ইলিশ কাত হয়ে ৩৮০ জন থাকে। আমার তাতে তো সমস্য মনে হয় না। শীতের দিনে একটু আরাম করে একজন অন্য জনকে জড়িয়ে ধরে ঘুমাক। কিন্তু সকালে যখন টয়লেটের বেগ চাপে তখন কি অবস্থা। আমার তো মনে হয় খুনাখুনি কান্ড সব। আচ্ছা জেলে কি বহিরাগত বদনার প্রবেশাধিকার আছে?
-
জহির রহমান ১১/০২/২০১৫মাইনাস-টু!
-
সবুজ আহমেদ কক্স ১১/০২/২০১৫valo e lekhachin bhi @@@@@@