তাজমহল
সম্রাট শাহজাহান মমতাজের স্মরণে তৈরী করেছেন তাজমহল যা ভালবাসার প্রতীক হয়ে রয়েছে। এই তাজমহল স্বচক্ষে দেখার ইচ্ছা রয়েছে আমার। কিছুদিন আগে ভারত গিয়েছিলাম। কিন্তু সময়ে অভাবে তাজমহল দেখতে পারিনি। আশা করি পরে তা দেখতে পাব। তাজমহল দেখার প্রতিক্ষয় রইলাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ২৭/০১/২০১৫ভীষন ভালো লাগবে । ঠিক যেন এক প্রেমিক প্রেমিকার সার্থক মিলন স্থল ।
-
হাসান ইমতি ২৫/০১/২০১৫পৃথিবীর সপ্তম আশ্চর্যের আন্যতম আগ্রার তাজমহলকে বলা হয় SYMBOL OF LOVE কিন্তু আপনি কি নিচের বিষয় গুলো জানেন ?
১. মমতাজ ছিলেন শাহজাহান এর ৭ বউয়ের মাঝে ৪ নাম্বার !
২. শাহজাহান মমতাজকে বিয়ে করার জন্য মমতাজ এর আগের স্বামীকে খুন করে!
৩.মমতাজ এর মৃত্যুর পর শাহজাহান বিয়ে করে মমতাজ এর আপন বোনকে....!!
৪. মমতাজ মারা গিয়েছিল ১৪ নম্বর বাচ্চা জন্ম দিতে গিয়ে !
৫. তাজ মহল বানাতে ২০০০০ লোকের দেড় যুগেরও বেশী সময় লেগেছিল । এই সুদীর্ঘ ২০-২২ বছর তাদের একটানা কাজ করতে হয়েছে । খাওয়া, ঘুমানো ও প্রাকৃতিক কাজ ছাড়া তাদের আর কোন ছুটি মেলেনি । এর মধ্যে নবিবাহিত যুবক ছিল যাকে বাসর ঘর থেকে তুলে আনা হয়েছিল ২২ বছর পর ফিরে গিয়ে সে আর তার বউকে ফিরে পায়নি । এমন করুন পরিণতি ঘটেছে বেশীর ভাগ নির্মাণ কর্মীর ভাগ্যেই ।
৬. তাজ মহল নির্মাণের শেষে এর মুল কারিগরদের হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে দেয়া হয় যাতে তারা আর এমন কোন স্থাপত্য নির্মাণ করতে না পারে ।
৭. তাজ মহলে অত্যাধিক অর্থ ব্যায়ের ফলে রাষ্ট্রীয় কোষাগার উজাড় হয়ে গিয়ে প্রকট অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল ফলে জনজীবনে ভয়াবহ দুর্ভোগ নেমে এসেছিল ।
তাজমহলের সৌন্দর্য অপার যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে আসছে কিন্তু এর ভিত্তিমূলে লেগে আছে কি নিদারুণ কালিমা ! কি বীভৎস অমানবিকতা ! যে অন্তঃসারশুন্য তথাকথিত ভোগবাদী ভালোবাসার ভিত্তির উপর দাড়িয়ে আছে তাজ মহল তা যত সুন্দরই হোক না কেন এটা সম্পদের দাপট আর ক্ষমতার জৌলুস দেখানো বৈ আর কিছু হতে পারে না । -
সবুজ আহমেদ কক্স ২০/০১/২০১৫আমার তাজমহল দেখার ইচ্ছে আছে। ধন্যবাদ
শুভেচ্ছা নিবেন। আমার পাতায় আমন্ত্রণ রইল । -
সবুজ আহমেদ কক্স ২০/০১/২০১৫ভালো লাগলো
-
রফছান খাঁন ১৯/০১/২০১৫শুভ কামনা