শিক্ষক হত্যা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যা করা হল। এভাবে আর কতদিন শিক্ষক হত্যা চলবে। উত্তর চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১৯/১১/২০১৪স্বার্থের জন্য আজ সবই সম্ভব...... জবাব চাওয়ার কেউ নেই...... থাকবে কোথা হতে সে ই যে অপরাধী...।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৮/১১/২০১৪কা কাছে প্রশ্ন আর কে দেবে উত্তর.........?
-
রক্তিম ১৮/১১/২০১৪আমার বলার মত কিছু নেই । তবু প্রতিবাদ স্বরূপ এই কবিতা আপনাকে দিলাম । সত্যি আর কতদিন ? পুরোটা এখানে দেওয়া পারলাম না বন্ধু...... ।
স্বীকারোক্তি
‘’মাস্টার মশায় আপনি কিচ্ছু দেখেননি’’
অজানা আশঙ্কায় আমার বুকটা কেঁপে উঠল ।
আমার বাবাও তো একজন স্কুলের মাস্টার ।
‘’মাস্টার মশায় আপনি কিচ্চু দেখেননি’’
হঠাত আলো আঁধারে চোখে দেখতে পেলেন
আপনার হাতে গড়া ছাত্ররা দুস্কর্মে লিপ্ত...
অব্যক্ত যন্ত্রনার আঁকিবুকি আপনার মুখে
আপনার হাত পা থর থর করে কাঁপছে ।
হাই পাওয়ারের চশমা মাটিতে পড়ে ভেঙ্গে গেল ।
আপনি উবু হয়ে অন্ধকারে মাটি হাতড়াচ্ছেন ।
প্রবল ঝড় জল বৃষ্টির শব্দ উপেক্ষা করে
আবার বরফ ঠান্ডা গলায় উচ্চারিত হয়
‘’মাস্টার মশায় আপনি কিচ্চু দেখেননি’’
আপনি সটান উঠে দাঁড়ালেন, যেন ন্যায়দন্ড হাতে..
“এটা কি করছ, তোমরা আমার ছাত্র না?’’
কথা শেষ হতে না হতে গুলি ছোটে
আর্তনাদ...বিদ্যুত চমকে শব্দ কোথায় হারিয়ে গেল ।
তারপর, আপনি এখন শান্ত,বৃষ্টির জলে রক্ত মেশে
সেই রক্ত আমার পা ছুঁয়ে যায়...আমি দিশাহারা
সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি............
আমায় দেখেননি, ওদের সাথে আমিও ছিলাম,
অনিচ্ছাসত্ত্বে ওরা অন্যায় কাজটা শেষ করলো ।
এত বৃষ্টির মধ্যে ঘেমে নেয়ে একাকার
বার বার বমি করতে ইচ্ছা করছিল ।
ওরা মানে বন্ধুরা খুব সহজে বলল
‘এইতো প্রথমবার,পরে দেখিস সব ঠিক হয়ে যাবে’