আশা
মানব জীবনে আশা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে জীবনে আশা নেই সেই জীবন অর্থহীন। মানুষের একমাত্র আশাই তাকে জীবনে বেঁচে থাকতে সহযোগিতা করে। তাই বলা হয়-
সংসার সাগরে দু:খ তরঙ্গের মেলা
আশা তার একমাত্র ভেলা।
সংসার সাগরে দু:খ তরঙ্গের মেলা
আশা তার একমাত্র ভেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ০১/১০/২০১৪ঠিক।
-
আবু আফজাল মোহাঃ সালেহ ৩০/০৯/২০১৪খাঁটি কথা।
-
মনিরুজ্জামান শুভ্র ৩০/০৯/২০১৪একটি সত্য কথা ... মানুষ আশা নিয়েই বেঁচে থাকে এবং এই আশাই মানুষ কে অনেক দূর নিয়ে যায় ...। ভাল লাগলো আপ্নাএ সহজ সরল কিন্তু খুবই যুক্তি যুক্ত উক্তি ।