আগুন
ইদানিং আগুন লাগার ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আগুনে পুড়ে লক্ষ লক্ষ টাকার সম্পদ নষ্ট হচেছ। একটু সাবধানতা অবলম্বন করা হলে আগুনের হাত থেকে রক্ষা পাওয়া যায়। যেমন-
১। বাসা ছাড়ার পূর্বে লাইট-ফ্যান বন্ধ রাখা।
২। কাজ শেষে চুলা বন্ধ রাখা।
৩। অন্তত বছরে একবার বাসার ইলকট্রিক লাইন পরীক্ষা করা।
৪। দাহ্য বস্তু যত্র-তত্র না রাখা।
৫। বাসর চুলা পরীক্ষা করা।
৬। ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করা।
১। বাসা ছাড়ার পূর্বে লাইট-ফ্যান বন্ধ রাখা।
২। কাজ শেষে চুলা বন্ধ রাখা।
৩। অন্তত বছরে একবার বাসার ইলকট্রিক লাইন পরীক্ষা করা।
৪। দাহ্য বস্তু যত্র-তত্র না রাখা।
৫। বাসর চুলা পরীক্ষা করা।
৬। ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মু.তারিফ উল ইসলাম তানিন ০৭/০৩/২০১৫একদম ঠিক বলেছেন
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০২/১০/২০১৪খুবই গুরুত্ব পূর্ণ পোস্ট।