বন্ধ হোক হত্যা জাগ্রত হোক মানবতা
আমাদের দেশে বন্ধ হচ্ছেনা হত্যা। মাওলানা ফারুকীকে নিজ বাসভবনে হত্যা করার রেশ কাটতে না কাটতে রাজধানীর মগবাজারে ৩ জনকে হত্যা করা হল। ভয়াবহ অবস্থা। জীবন কোন ভাবেই যেন নিরাপদ নয়। আমরা কি ভাবে এমন হলাম? মানুষ হত্যা সর্বোচ্চ অপরাধ। তাই আমরা করে যাচ্ছি অহরহ। এ কেমন কথা? আমরা মানবতা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এমতাবস্থায়, আমাদের নৈতিক শিক্ষা দরকার। আসুন হত্যা বন্ধ করি, মানবতা জাগ্রত করি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আশিস চৌধুরী ০১/০৯/২০১৪সব হত্যাই ভ্রাতৃ হত্যা-এই বোধ আমাদের থাকা উচিত।
-
স্বর্ণায়ু মৈত্র ৩১/০৮/২০১৪উন্নত এক্টা কথা
-
একনিষ্ঠ অনুগত ৩১/০৮/২০১৪আধুনিকতা নামে নৈতিক ও ধর্মীয় শিক্ষা হতে অনেক পিছিয়ে গেছি আমরা, জঘন্য তম পাপকেও করে যাচ্ছি অবলীলায়...।। কিন্তু আর কতদিন?
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৯/০৮/২০১৪ভাল লিখেছেন।