হোটেল বয়দের সাথে ব্যবহার
আমরা কোন হোটেলে খেতে গেলে নিজেদের রাজা রাজা বলে মনে করি। হোটেল বয়দের কোন মূল্যায়ন করি না। তাদেরকে তুই বলে সন্ধোধন করি। মোট কথা তাদের সাথে ভাল ব্যবহার করি না। সিগারেট বাইরে থেকে নিজেরা কিনে খেতে পারি না। বয়দের দিয়ে করাই। অনেক বয় পিতার সমান হলেও তাকে তুমি বলা হয়। এগুলো আমরা অহরহ করিছ। এগুলো আমাদের বর্জন করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে, যে কোন সময় আমরা তাদের মত অবস্থায় পড়তে পারি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রিয়েল আবদুল্লাহ ০৫/০৯/২০১৪বেশ ভাল কথা।
-
একনিষ্ঠ অনুগত ২৮/০৮/২০১৪সকলের সাথেই ভালো ব্যবহার করা উচিৎ । মানুষ হিসেবে তাদেরও কিছুটা আত্মমর্যাদা রয়েছে।
-
আবু সাহেদ সরকার ২৮/০৮/২০১৪সুন্দর প্রকাশ কবি।
-
রফছান খাঁন ২৭/০৮/২০১৪ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৭/০৮/২০১৪ঠিক বলেছেন। ভাল লাগল। উপন্যাস পড়ে দেখবেন কিন্তু।