দূর্ঘটনা
আমাদের দেশে দূর্ঘটনা প্রকঠ আকার ধারণ করেছে। সড়ক পথ বলেন, জল পথ বলেন, কোন পথই নিরাপদ নয়। কিছুদিন পূর্বে পদ্মায় ৩০০ লোক নিয়ে পিনাক ৬ ডুবে গেল। এ কোন হদিস পাওয়া যায়নি। উদ্ধার কাজও শেষ। তাহলে এর কি হবে?দূর্ঘটনা কি বেড়েই চলবে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ১৮/০৮/২০১৪think bollen
-
শিমুল শুভ্র ১৮/০৮/২০১৪তারণ্যে অভিনন্দন প্রিয় কবিবন্ধুবর
এখন থেকে আপনাকে যে কাজ গুলো করতে হবে-
১।আসরে নিয়মিত থাকতে হবে ।
২। নিয়মিত গঠন মুলক চিন্তা ধারায় কবিতা তৈরি করে পোষ্ট করতে হবে ।
৩।একটা কবিতা পোষ্ট করে ৫০ টি কবিতা পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে ।
৪। সবার পাতায় হাঁটতে হবে ।
৫।কবিতা পাঠ করার পর ঐ কবিতার সারাংশ তুলে এনে ভালো মন্দের বিচার করে মন্তব্য করতে হবে।
৬।মন্তব্য করার সময় খেয়াল রাখতে হবে ঐ লেখক যেন মনে কষ্ট না পায় ।সেই দিকে খেয়াল রাখতে হবে ।
৭।এডমিন এবং আসরের নিয়ম কানুন মেনে চলতে হবে ।
দেখবে এক বছর নিয়মিত থাকলে আপনি যোগ বিয়োগ মিলিয়ে দেখিবেন কত টা একটিভ হয়ে গেছেন আপনি ।
অনেক ভালোবাসা জানবেন । থাকুন কবিতায়নে ।